নগরে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণে উৎসাহিত করতে নগর কৃষি নিশ্চিত করতে হবে

বার্তা২৪ প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০, ২১:২৮

বাংলাদেশ বিশ্বের অন্যতম শাক-সবজি ও ফলমূল উৎপাদনকারী দেশ হলেও এখানকার জনগোষ্ঠী সারা পৃথিবীর মধ্যে অগ্রবর্তী অবস্থানে রয়েছে। কিন্তু দেশের শহরে বাসকারী মানুষেরা প্রয়োজনের তুলনায় কম তাজা ফল ও শাক-সবজি গ্রহণ করছে। এই ঘাটতি পূরণে নানা নীতিগত পদক্ষেপের পাশাপাশি নগর এলাকায় স্বাস্থ্যকর খাদ্য গ্রহণে উৎসাহিত করতে নগর কৃষি নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় আর্ক ফাউন্ডেশন, সেন্টার ফর ল অ্যান্ড পলিসি এফেয়ার্স (সিএলপিএ) ও আইপিএস আয়োজিত ফিসকেল অ্যান্ড রেগুলেটরি ম্যাকানিজম ফর প্রোমটিং হেলদি ডায়েট (Fiscal and regulatory mechanisms for promoting healthy diet) শীর্ষক একটি আন্তর্জাতিক ওয়েবিনারে বাংলাদেশে অনুষ্ঠিত একটি গবেষণা প্রবন্ধ উপস্থাপনকালে একথা বলেন বক্তারা। প্রবন্ধটি উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও আর্ক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. রুমানা হক ও নীতি বিশ্লেষক অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us