আজারবাইজানের সাথে যুদ্ধ : ইরান দিয়ে আর্মেনিয়ার অস্ত্র বহনের অভিযোগ সম্পর্কে যা বলছে তেহরান
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৯
আজারবাইজানের সাথে যুদ্ধে আর্মেনিয়ার অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি ইরানের ভেতর দিয়ে সরবরাহ করা হচ্ছে বলে যে খবর বেরিয়েছে তা অস্বীকার করেছে তেহরান।
এক প্রেস ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদে বলেছেন, ইরানের মাটি ব্যবহার করে অন্য দেশের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ কোনোভাবেই অনুমোদন দেবে না। অন্য দেশে যাওয়া পণ্যসামগ্রী কঠোরভাবে নজরদারী করা হয়। তিনি এও বলেন যে, যেসব ট্রাক সীমান্ত অতিক্রম করছে সেগুলো ‘সাধারণ ও অসামরিক’ পণ্য বহন করছে।