করোনাভাইরাস বা কভিড-১৯ আজ একটি মহামারির নাম। করোনা আক্রান্ত হলে শারীরিক নানা সমস্যার সম্মুক্ষিণ হতে হয়। যার মধ্যে ফুসফুসে আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি। ফুসফুসে আক্রান্ত হওয়া ছাড়াও মস্তিষ্ক, স্নায়ু, রক্ত সংবহন, কিডনি, চোখ, যকৃতের ক্ষতি করতে পারে।
সুস্থ হওয়ার পরো অনেক করোনা রোগীর মাংসপেশি ও অস্থিসন্ধি, কোমরে ও মেরুদণ্ডে ব্যথা, ঝিঝি ধরা, অবশ-দুর্বলতা রয়ে যেতে পারে। শ্বাসনালিতে প্রদাহজনিত ক্ষতির কারণে শ্বাসতন্ত্রের সক্ষমতা কমে যেতে পারে। এই ভাইরাসটির আক্রমণে স্ট্রোক ও হার্টঅ্যাট্যাক হতে পারে।