বয়সের সঙ্গে সঙ্গে চুল সাদা হয়ে যাচ্ছে। আবার বিভিন্ন রং করে চুলের বারোটা বাজিয়েছেন। আসলে কালো দীঘল চুলের সঙ্গে তুলনা হয় না কোনো কিছুরই। কবি সাহিত্যকরা সৃষ্টি করেছেন নানা রচনা। প্রেমে পড়েছেন নারীর কালো মেঘ চুলের। তবে যাদের এরই মধ্যে চুলে পাক ধরেছে তারা প্রাকৃতিক উপায়ে চুল কালো করতে পারেন।
আবার এই উপায়ে চুলের রুক্ষতা দূর করতে পারবেন। অনেকেই আছেন চুলে বিভিন্ন ধরনের কেমিকেল আর রং ব্যবহার করে চুলের আসল রং হারিয়েছেন। তাহলে আপনিও ব্যবহার করুন এই প্যাকটি। এছাড়াও কিছু বিষয় মেনে চলতে হবে আপনাকে। জেনে নিন সেগুলো- > অবশ্যই চুলে নিয়ম করে একদিন পর পর তেল দিন।