সিলেটের এমসি কলেজ ও ছাত্রাবাসে এমন কোনো অপকর্ম নেই যেখানে সাইফুর রহমানের হাত ছিল না। ছাত্রাবাসে অবৈধ সিট দখল, সিট বাণিজ্য, খাবারের টাকা না দেয়া, ক্রীড়া সামগ্রীর জিনিসপত্র বিক্রি করা, সাধারণ ছাত্রদের হয়রানি, মারধর, গালাগালি, মিছিল মিটিংয়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করা,
তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা ছিল তার নিত্যনৈমিত্তিক কাজ। মোট কথা সাইফুরের নাম শুনলেই যেন ভয়ংকর এক সন্ত্রাসীর সংস্করণ চোখে ভেসে উঠে। ছাত্রাবাসের পাশের বাজার বালুচরে সে কখনো টাকা পরিশোধ করত না।