You have reached your daily news limit

Please log in to continue


সংক্রমণের সব শর্ত পূরণ করে চূড়ান্ত ‘সফল’ কোভিড

কী কারণে সার্স কোভ-২ সংক্রমণ ছড়াতে এতটা সফল?― এই প্রশ্ন শুরু থেকেই ভাবাচ্ছিল বিজ্ঞানী-গবেষকদের। শুধুমাত্রই ভাইরাসের মিউটেশন, না কি অন্য কোনও ‘ফ্যাক্টর’ জড়িত রয়েছে, তা নিয়ে গবেষণা চলছিল। যদিও সার্স কোভ-২ নিয়ে এখনও ধোঁয়াশা থাকার জন্য সে সম্পর্কে চূড়ান্ত কিছু বলা যে সম্ভব নয়, তা জানাচ্ছেন বিজ্ঞানীদের একাংশ। কিন্তু গত ন’মাসে সংক্রমণ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে বিজ্ঞানী ও গবেষকদের প্রাথমিক বিশ্লেষণ, কোনও ভাইরাসের ‘সাফল্য’-এর মাপকাঠি যদি রোগ ছড়ানোকে (ট্রান্সমিশন) ধরা হয়, সে দিক থেকে সার্স কোভ-২ চূড়ান্ত ‘সফল’।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন