শরিক দল ভাঙাচ্ছে BJP! এ বার বিহারে গেরুয়া শিবিরে বিদ্রোহের পূর্বাভাস
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০, ২২:০০
পঞ্জাবের পর এবার কি বিহার? শরিকি দ্বন্দ্বে ক্রমশ দুর্বল হচ্ছে গেরুয়া শিবিরের ভিত। এবার এনডিএ-র বৃহত্তম শরিক দল বিজেপির বিরুদ্ধে বিদ্রোহের পথে লোক জনশক্তি পার্টি (LJP)। সূত্রের খবর, দু'তরফের তিক্ততা এতটাই চরমে পৌঁছিয়েছে যে রামবিলাশ পাশোয়ানের দল আর এই জোটে না থাকার প্রচ্ছন্ন হুমকি দিয়েছে।
কৃষি বিলের প্রতিবাদে শনিবারই পঞ্জাবের শিরোমণি অকালি দল এনডিএ ছেড়েছে। তার রেশ কাটার আগেই বিজেপি'র সঙ্গে লোক জনশক্তি পার্টির দ্বন্দ্বের খবর ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সামনেই বিহারে বিধানসভা ভোট। তার আগে এই অনাকাঙ্খিত ঘটনায় স্বভাবতই অস্বস্তিতে বিজেপি নেতৃত্বও।