যুক্তরাষ্ট্রের পানিতে মিলল ‘মগজ খেকো’ অ্যামিবা : পানি পানে সতর্কতা জারি

সংবাদ প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০, ২০:০২

মার্কিন সংবাদ মাধ্যম সংসিএনএন সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পানিতে পাওয়া গেছে এক ধরনের ‘মগজ খেকো’ অ্যামিবার সন্ধান। এ কারণে ওই অঙ্গরাজ্যের ৮টি শহরে পানি পানে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। টেক্সাসের দক্ষিণ-পূর্বাঞ্চলে সরবরাহকৃত পানিতে ‘মগজ খেকো’ অ্যামিবার অস্তিত্ব পেয়েছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

যেসব এলাকার পানিতে এ ধরনের জীবানু পাওয়া গেছে সেখানে দুর্যোগকালীন সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দাদের ব্রেজোস্পোর্ট অথরিটির সরবরাহকৃত পানি পানে সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের টেক্সাস কমিশন অন ইনভাইরনমেন্টাল কোয়ালিটি। সরবরাহ করা পানি পান না করার জন্য লোকজনকে সতর্ক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সরবরাহকৃত ওই পানিতে ‘মগজ খেকো’ অ্যামিবার সন্ধান পাওয়া গেছে। গবেষকরা ওই পরীক্ষায় পানি পরীক্ষা করে এতে ‘নেগলেরিয়া ফাওলেরি’ নামের এককোষী প্রাণীর অস্তিত্বের বিষয়টি নিশ্চিত হয়েছেন। এ ধরনের অ্যামিবা মস্তিষ্কে সংক্রমণ সৃষ্টি করে। যা পরবর্তীতে মারাত্মক আকার ধারণ করতে পারে। এক সতর্কতায় জানানো হয়েছে যে, ভয়াবহ এই সংকট সমাধানে গভর্নরের কার্যালয় থেকে দেওয়া নির্দেশনা অনুযায়ী ব্রেজোস্পোর্ট ওয়াটার অথরিটির সঙ্গে কাজ করছে টেক্সাস কমিশন অন ইনভাইরনমেন্টাল কোয়ালিটি। যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us