জোটে অসন্তোষ, ‘একলা চলো’ নীতিতে বিএনপি

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩২

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সখ্যতা বাড়ায় ২০ দলীয় জোটের সঙ্গে দূরত্ব বেড়েছে বিএনপির। আর নানা জটিলতার কারণে বিএনপি এখন একলা চলো নীতি বেছে নিয়েছে।
২০ দলকে একপাশে রেখে ঐক্যফ্রন্ট গঠন করায় ওই জোটের ছোট ছোট দল মিলে গড়ে ‘জাতীয় মুক্তিমঞ্চ’ নামে গড়ে তুলে নতুন প্ল্যাটফর্ম। ড. কামাল হোসেন, আ স ম আবদুর রব, বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, মাহমুদুর রহমান মান্নার মতো নেতাদের নিয়ে গড়া এই জোটও অকার্যকর প্রমাণ হওয়ায় এখন ঐক্যফ্রন্টের সঙ্গেও বনিবনা হচ্ছে না বিএনপির।

বিভিন্ন সংসদীয় আসনের উপ-নির্বাচনে অংশ নেয়াসহ অনেক সিদ্ধান্তই বিএনপি এখন নিচ্ছে জোট শরিকদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই।

বিএনপি এবং তার দুই জোট ঐক্যফ্রন্ট ও ২০ দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, পাঁচ সংসদীয় আসনের উপ-নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্তও বিএনপি নিয়েছে এককভাবে। অথচ এর আগে প্রতিটি নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে জোটগত সিদ্ধান্ত নেয়া হতো।

দুই জোটের নেতারা বিএনপির সমালোচনা করে বলছেন, উপ-নির্বাচনে অংশগ্রহণ করবেন, সংসদে গিয়ে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন, আবার সরকারকে অবৈধ বলবেন- এ ধরনের দ্বিচারিতার রাজনীতি বিএনপিকে আরো বেশি জনবিচ্ছিন্ন করে ফেলবে। যার মাশুল দিতে হবে আগামী দিনের রাজনীতিতে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us