বগুড়ার ধুনট উপজেলার গোয়ালভাগ গ্রামের কৃষক মাহাম আলী ধার-দেনা করে এক বিঘা জমিতে আগাম জাতের সবজি টমেটো চাষ করেছেন। প্রায় প্রতিটি গাছই সতেজ হয়ে উঠেছে। আর কয়েকদিন পরই গাছে টমেটো ধরতো।
কিন্তু দিন কয়েকের বৃষ্টিতে জমিতে পানি জমে গেছে। টমেটো গাছগুলো এখন মরে যাচ্ছে। এ অবস্থায় কী করে ঋণ শোধ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন মাহাম আলী।