সউদী সরকার নারীর ক্ষমতায়নে চেষ্টা অব্যাহত রাখায় এখন পর্যন্ত পুরুষদের নিয়ন্ত্রিত পেশাসহ সকল ক্ষেত্রেই সেখানকার নারীরা তাদের বিচরণ বিস্তৃত করেছেন। সারা আল-আনিজি হলেন এমন একজন সউদী মহিলা যিনি অ্যাম্বুলেন্স চালকের পেশা বেছে নিয়েছেন। তিনি এ পেশায় কর্মরত প্রথম সউদী মহিলা। রিয়াদের কিং ফাহাদ মেডিকেল সিটিতে কর্মরত সারা বলেন, ‘ঘুমানোর আগে বালিশে মাথা রেখে যখন আমি স্মরণ করি যে, একজনের জীবন বাঁচাতে আল্লাহর আমাকে কাজে লাগিয়েছেন, তখন আমার খুব ভালো অনুভূতি হয়’। শৈশবকাল থেকেই সারার চিকিৎসা সেবা করার স্বপ্ন ছিল। ‘আমি যখন ছোট ছিলাম, তখন আমি ব্যান্ড-এইডগুলো কাছে রাখতাম। কারও যদি আঘাত লাগে, তারা আমাকে সহায়তার জন্য ফোন করবে। এটি অত্যন্ত আনন্দের একটি কারণ ছিল। বিশেষত আমার বাবা আমার মধ্যে এক অনুভূতি জাগিয়ে দিয়েছিলেন যে, আমি একজন হোম ডক্টর’। সারা সেন্টার ফর গভর্নমেন্ট যোগাযোগ প্রকাশিত একটি প্রামাণ্যচিত্রে তার পেশায় প্রবেশ ও কাজের অনুভূতির কথাগুলো বলেন।