আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষায় চরম দুর্নীতিবাজ ব্যক্তি হলেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের গাড়ি চালক আব্দুল মালেক। নিজের স্বার্থের জন্য তিনি প্রতিনিয়ত স্বাস্থ্য অধিদফতরের স্বাভাবিক কাজে বিঘ্ন তৈরি করেছেন। গত ২০ সেপ্টেম্বর রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়ার ৪২ নম্বর বামনেরটেক হাজী কমপ্লেক্সের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ২ মামলায় সাতদিন করে মোট ১৪ দিন রিমান্ড নেওয়া হয়েছে তাকে। অথচ যাদের সহযোগিতায়, যাদের সঙ্গে যোগসাজশ করে, যাদের পৃষ্ঠপোষকতায় মালেক ড্রাইভার ‘মালেক সাহেব’ হয়েছেন তারা এখনও বহাল তবিয়তে স্বাস্থ্য অধিদফতরে কাজ করে যাচ্ছেন।
র্যাবের অভিযোগপত্রে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদফতরের প্রশাসনিক কর্মকর্তা কবির হোসেন চৌধুরী ও মো. শাহজাহান ফকির, প্রধান সহকারী সৈয়দ জালাল এবং অফিস সহকারী জাহাঙ্গীর আলম (পেনশনের কাজ করেন) বিভিন্নভাবে গাড়িচালক মালেককে দুর্নীতিতে পৃষ্ঠপোষকতা করেছেন।