মানুষ সবসময়ই কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তিত থাকে। চিন্তার যেন অন্ত নেই! এই চিন্তা না হয় ওই চিন্তা, এই করেই দিন পার হয় সবার। মানুষের মস্তিষ্ক আসলে চিন্তার কারখানা। সব সময়ই সেখানে কিছু না কিছু চিন্তা চলতেই থাকে। তবে একজন মানুষ দৈনিক কতগুলো চিন্তা করে? সাম্প্রতিক এক সমীক্ষা বলছে,
তা ছয় হাজারেরও বেশিবার। এই চিন্তাগুলোর কিছু কিছু মানুষের ঐচ্ছিক, কিছু আকস্মিক। কিছু আবার অবস্তব, আকাশকুসুম। চিন্তা ভালো কিংবা মন্দ উভয়েই হতে পারে।