বগুড়ার সোনাতলা উপজেলার মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে ‘আলোর প্রদীপ’ নামে একটি সামাজিক সংগঠন। ২০০৮ সালের ১১ অক্টোবর প্রতিষ্ঠিত হয়ে এ অঞ্চলে বিশেষ ভূমিকা পালন করে চলেছে। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, পুষ্টি কার্যক্রম, মাদক প্রতিরোধ, বাল্যবিয়ে বন্ধ, অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন কর্মসূচি পালন করে প্রশংসা কুড়িয়েছে।
দরিদ্রদের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষাব্যয় বহন ও পুষ্টি সমস্যা দূর করতে কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে সংগঠনটি।