ইঞ্জেকশন নয়, বরং নাক দিয়ে নেওয়া যায় এমন একটি সম্ভাব্য করোনা ভ্যাকসিন তৈরি করেছে মিসৌরির ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন। আমেরিকায় ভ্যাকসিনটির প্রথম ধাপের ট্রায়াল শুরুও হয়ে গিয়েছে।
এই ভ্যাকসিন ছাড়পত্র পেলে সেটির ১০০ কোটি ডোজ় তৈরি করে ভারত-সহ বিভিন্ন দেশে জোগান দিতে চুক্তিবদ্ধ হয়েছে ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক। বুধবার তারা জানিয়েছে, চুক্তি অনুযায়ী আমেরিকা, জাপান ও ইউরোপ ছাড়া পৃথিবীর অন্যান্য দেশে ভ্যাকসিন সরবরাহ করতে পারবে তারা।