চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে প্রশাসক নির্বাচিত করেছেন, আমি চট্টগ্রামের ৬০ লাখ জনগণকে প্রশাসক বানালাম। আপনার অধিকার আপনি আদায় করে নেবেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আন্দরকিল্লা, সিরাজুদ্দৌলা সড়ক, চকবাজার, জামালখান ও চেরাগি পাহাড় হয়ে পুনরায় আন্দরকিল্লা পর্যন্ত পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
এ সময় প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, ফারজানা মুক্তাসহ চসিকের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
খোরশেদ আলম সুজন বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এবং প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। আমি চাই বাসযোগ্য চট্টগ্রাম গড়ে উঠুক। আমি যা শুরু করেছি বা করছি তা আগামীতে এ দায়িত্বে যারা আসবেন তাদের পথ অনেকখানি সুগম করবে। আমি দেখছি নির্দেশনা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে কাজ করলেও চোখের আড়াল হওয়ার পরপরই তা আবার আগের অবস্থায় ফিরে আসে। তা শুধু দুঃখজনক নয়, আমাকে ক্ষুব্ধ করে। আমি স্মরণ করিয়ে দিতে চাই, সহ্যের সীমা অতিক্রম করলে কাউকেই ক্ষমা করা হবে না।