ভাগ্নের হামলায় প্রাণ গেল মামির

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০, ২১:১৮

শেরপুরে সীমানায় গাছ লাগানোকে কেন্দ্র করে ভাগ্নের হামলায় রোজিনা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোজিনা বেগম সদর উপজেলার ভাতশালা ইউপির হাওড়াগড় গ্রামের হাতেম আলীর স্ত্রী। বুধবার দুপুর ১২টার দিকে মৃতের মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

শেরপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে রোজিনা বেগমের সঙ্গে তার ননদ কাজলী বেগম ও ছেলে কাদের মিয়ার সঙ্গে বিরোধ চলছিল। এর জেরে গত ২১ সেপ্টেম্বর বিকেলে বাড়ির পাশে সীমানায় রোজিনা বেগম ও তার সৎ ছেলে মজনু মিয়া একটি সজনা গাছ লাগাতে গেলে কাজলী বেগমের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কাদির মিয়া গাছের ডাল দিয়ে রোজিনা বেগমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। মঙ্গলবার রাতে রাজধানী ঢাকার উত্তরা আরএমটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় রোজিনা মারা যান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us