টেস্ট দলে এখনও জায়গা মেলেনি। আছেন ২৭ জনের অনুশীলন ক্যাম্পে। তাতেই ভীষণ রোমাঞ্চিত মোহাম্মদ সাইফ উদ্দিন; তার মনে হচ্ছে যেন টেস্ট দলেই আছেন। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে নিজেকে ঝালাই করে ঝাঁপিয়ে পড়তে চান লাল বলের ক্রিকেটে। সাদা বলের ক্রিকেটে এরই মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন সাইফ। পেস বোলিং অলরাউন্ডার নিয়ে বাংলাদেশের দীর্ঘ অপেক্ষার সমাধান হয়ে হয়ে এসেছেন তিনি। অন্তত শুরুতে তেমন আভাসই দিয়েছেন। তার নজর এখন টেস্ট ক্রিকেটে।
শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা অবশ্য এখনও কাটেনি। তবে সফর সামনে রেখে গত কিছুদিন ধরে মিরপুরে জৈব সুরক্ষা বলয়ে চলছে ক্রিকেটারদের অনুশীলন। দু-একজনের উপসর্গ দেখা দেওয়ায় সতর্কতার অংশ হিসেবে যে ১০ ক্রিকেটারকে আইসোলেশনে রাখা হয়েছিল, তাদের একজন ছিলেন সাইফ। এর মধ্যে আট জনের সঙ্গে বুধবার তিনিও ফিরেছেন অনুশীলনে। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন নিজের উচ্ছ্বাসের কথা।
“আলহামদুলিল্লাহ, ৬-৭ মাস পর দলের সঙ্গে মিরপুর মাঠে, খুবই আনন্দিত আমি। প্রথমবারের মতো সেন্টার উইকেটে বল করতে পেরে উচ্ছ্বসিত…যেহেতু আমি প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে (স্কিল ক্যাম্পে) ডাক পেয়েছি। খুবই আনন্দিত আমি, চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার এবং যতটুকু পারি শেখার।