৫ বছরে মোদির বিদেশ সফরে ব্যয় ৫১৭ কোটি রুপি

এনটিভি প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৫

২০১৫ সাল থেকে এ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের মোট ৫৮টি দেশ সফর করেছেন। মোদির এই সফরের পেছনে সরকারের খরচ হয়েছে মোট ৫১৭ কোটি রুপি। এনডিটিভি জানায়, মঙ্গলবার রাজ্যসভায় প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ খরচের বিষয়টি লিখিত ভাবে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরলীধরন।

প্রতিমন্ত্রী জানান, ২০১৫ সালের পর নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র ও রাশিয়ায় পাঁচবার করে গেছেন। এ ছাড়া গিয়েছেন চীন, সিঙ্গাপুর, জার্মানি, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাতসহ মোট ৫৮টি দেশে। ওই সব সফরের জন্য মোট খরচ হয়েছে ৫১৭.৮২ কোটি রুপি।

গত নভেম্বরে শেষবার বিদেশ সফর করেছেন মোদি। ব্রিক্সের সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন ব্রাজিল। ওই মাসের প্রথম দিকে গিয়েছিলেন থাইল্যান্ড। তারপর বিশ্বে করোনা মহামারি বিস্তার লাভ করলে আর বাইরে যেতে পারেননি তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us