পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ঐতিহ্যবাহী বাজপেয়ির জমিদারবাড়িটি সংরক্ষণের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। প্রত্নতত্ত্ব অধিদফতর বাড়িটি সংস্কার করে রক্ষা করলে এটি দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় স্থান হবে বলে দাবি স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের।
পিরোজপুরের ডিসি বলছেন, জমিদার বাড়িটির ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে সব ব্যবস্থা নেয়া হবে। ব্রিটিশ শাসনামলে দক্ষিণাঞ্চলের কচা নদীর কোলঘেঁষা ইন্দুরকানীর পাড়েরহাট বন্দর এলাকায় গড়ে তোলা হয় এই জমিদার বাড়িটি। সূর্য প্রসন্ন বাজপেয়ি এ এস্টেটের প্রথম জমিদার ছিলেন।