৩ দফা দাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ

ডেইলি স্টার প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৩

তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আজ মঙ্গলবার সকাল ১১টায় ‘মিথ্যা মামলা, পুলিশি হামলা ও আটকের প্রতিবাদে’ সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আহ্বান করে সংগঠনটি। কেন্দ্রীয় কমিটির সমাবেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।

ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা আজ তিনটি দাবি জানিয়েছি— আমাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে; গতকাল হামলায় যারা আহত হয়েছে রাষ্ট্রকে তাদের চিকিৎসার ব্যবস্থা নিতে হবে এবং ভবিষ্যতে আমাদের আন্দোলনে বাধা প্রদান করা যাবে না। গতকাল হামলায় আমাদের ৫০ জন আহত হয়েছেন। যাদের মধ্যে ১০ জন গুরুতর আহত। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চার জন এখানে অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরও হাসপাতালে নেওয়া হবে। আজ যখন আমরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিলাম তখনো হাইকোর্ট মোড়ে, টিএসসিতে পুলিশ আমাদের বাধা দিয়েছে। আমরাদের প্রশ্ন হলো, মিছিল-মিটিং করা সাংবিধানিক অধিকার সেখানে পুলিশ কেন বাধা দেবে!’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us