এতদিন হোয়াটসঅ্যাপে সমস্ত চ্যাটের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে একটিই ওয়ালপেপার সেট করা যেত। ইচ্ছে মতো তা বদলানো গেলেও এক সময়ে একটাই ওয়ালপেপার দেখাত। কিন্তু এবার আরও আকর্ষণীয় হচ্ছে এই বিষয়টি। এবার ভিন্ন চ্যাট বক্সের জন্য আলাদা আলাদা ওয়ালপেপার সেট করতে পারবেন। মানে বন্ধুদের আড্ডার গ্রুপে বন্ধুদের ছবি যেমন সেট করা যাবে, তেমনই প্রিয় মানুষটির সঙ্গে চ্যাটিংয়ের সময় তার ছবিই রাখতে পারবেন ব্যাকগ্রাউন্ডে। স্বাভাবিকভাবেই তাই আরও রঙিন হবে আপনার মেসেজিং অ্যাপটি।
শোনা যাচ্ছে, ইতিমধ্যেই বিটা ইউজাররা এই ফিচারটা ব্যবহার করতে পারছেন। পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হলেই ইউজারদের জন্য সেটির আত্মপ্রকাশ ঘটবে।