জনগণকে দেয়ার জন্য রাজনীতি করেছেন আবদুল্লাহ আল হারুন

দৈনিক আজাদী প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ১০:২৯

.tdi_2_1df.td-a-rec-img{text-align:left}.tdi_2_1df.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, বাংলাদেশ ও আওয়ামী লীগে আবদুল্লাহ আল হারুন চৌধুরীদের ভূমিকা অপরীসীম। তিনি তাঁর মেধা দিয়ে দল ও দেশের জন্য কাজ করে গেছেন আজীবন। রাজনীতিতে এখন যে দুর্বৃত্তায়ন ঘটেছে তা থেকে যদি আমরা উত্তরণের পথ খুঁজি তাহলে এই প্রজন্মের কাছে আবদুল্লাহ আল হারুন চৌধুরীদের মতো রাজনীতিবিদের অবদান তুলে ধরতে হবে। তাদের জানাতে হবে, জনগণকে কিছু দেওয়ার জন্য রাজনীতি, কেড়ে নেওয়ার জন্য নয়। গত শনিবার আন্দরকিল্লাস্থ কার্যালয়ে সাবেক গণপরিষদ সদস্য, ভাষা সৈনিক আবদুল্লাহ আল হারুন চৌধুরীর স্মরণানুষ্ঠানে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।এতে সভাপতিত্ব করেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি চেমন আরা তৈয়ব, প্রদীপ দাশ, আবু জাফর, বোরহান উদ্দিন এমরান, অ্যাড. আবদুর রশিদ, চন্দনাইশ পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, চেয়ারম্যান নাছির আহমদ, মাহবুবুর রহমান শিবলী, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মরহুমের কন্যা শামীমা হারুন লুবনা, দিদারুল আলম, পরিমল দেব, মমতাজ উদ্দিন, খোরশেদ পাশা, শিল্পী কল্পনা লালা, জীবন আরা বেগম, শাহীন আক্তার সানা, ফাহমিদা, ফৌজিয়া আক্তার, হাসিনা চৌধুরী, রুমা আকতার, রোকেয়া বেগম প্রমুখ। শেষে আবদুল্লাহ আল হারুন চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা হাফেজ আরিফুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।.tdi_3_ede.td-a-rec-img{text-align:left}.tdi_3_ede.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us