কক্সবাজারে ঘরে ঘরে জ্বর, সর্দি-কাশি

দৈনিক আজাদী প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪০

.tdi_2_233.td-a-rec-img{text-align:left}.tdi_2_233.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});কক্সবাজারে টানা কয়েকদিনের ভ্যাপসা গরমে জনজীবনে নাভিশ্বাস ওঠেছে। কয়েকদিন ধরে তাপমাত্রা বাড়তে থাকায় ঘরে ঘরে সর্দি-কাশি ও জ্বর দেখা দিয়েছে। বায়ুচাপ কমে যাওয়ায় সাগরে লঘুচাপ, নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশংকা করছেন আবহাওয়াবিদরা। কক্সবাজার সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত চারদিন ধরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে প্রায় অর্ধেকই সর্দি-কাশি ও জ্বরের। চিকিৎসকদের চেম্বার ও ওষুধের দোকানগুলোতেও এই উপসর্গের রোগীদেরই বেশি ভিড় বলে জানিয়েছেন কক্সবাজার সরকারি মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ ইউনুছ। কক্সবাজার আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গতকাল শনিবার কক্সবাজারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি। আগেরদিন ১৮ সেপ্টেম্বর ছিল ৩৪.৫ ডিগ্রি, ১৭ সেপ্টেম্বর ছিল ৩৩.৮ ডিগ্রি এবং ১৬ সেপ্টেম্বর ছিল ৩২.৮ ডিগ্রি। এছাড়া শনিবার কক্সবাজারের বায়ুচাপ ছিল মাত্র ৯৯.৭ এইচপিএ, আগেরদিন ৯৯.৯ এইচপিএ। অথচ স্বাভাবিক আবহাওয়ার বায়ুচাপ থাকে ১০০৪ কিংবা ১০০৫ এইচপিএ। কক্সবাজার আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আবু মহসিন মনে করেন, বায়ুচাপ কমে যাওয়া সাগরে লঘুচাপ, নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার একটি আলামত। আজকালের মধ্যে মাঝারি বা ভারী বৃষ্টি না হলে এই ভ্যাপসা গরম আরো বাড়তে পারে। কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া আবহাওয়ার গুমোট পরিস্থিতিতে বায়ু চলাচলযুক্ত আরামদায়ক স্থানে থাকার জন্য সবাইকে পরামর্শ দিয়ে বলেন, সর্দি-কাশিতে নাকে মুখে গরম পানির ভাপ নিলে হাসপাতালে না এসেও ঘরে বসে সুস্থ থাকা যায়। গরমের কারণে শরীর থেকে অনবরত ঘাম বের হলে ঘন ঘন লেবুর শরবত পান করতে হবে। আদা খেলে পেটের পীড়া থেকে সুস্থ থাকা যাবে। তবে অবস্থা গুরুতর হলে রোগীকে অবশ্যই হাসপাতালে আনতে হবে।.tdi_3_f77.td-a-rec-img{text-align:left}.tdi_3_f77.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us