নারী ভাইস চেয়ারম্যানের মৃত্যুর ৬ মাস, শূন্য ঘোষণা হয়নি পদ
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ০৭:০১
বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম গত মার্চে মারা গেছেন। এরপর ছয় মাস পেরিয়ে গেলেও তার পদটি শূন্য ঘোষণা করা হয়নি। উপনির্বাচন না হওয়া ও নারী ভাইস চেয়ারম্যান পদে কেউ না থাকায় ওই উপজেলায় নারীদের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভুক্তভোগীরা অবিলম্বে উপনির্বাচনের আয়োজন করতে সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা যায়, ২০১৯ সালের ১৯ মার্চ অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুর উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত খাদিজা বেগম নির্বাচিত হন। তিনি দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। খাদিজা গত ২১ মার্চ রাতে মারা যান। তার মৃত্যুর পর স্থানীয় সরকার বিভাগ পদটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারির কথা। এরপর নির্বাচন কমিশন উপনির্বাচনের আয়োজন করবে। তবে শেরপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পদটি আজও শূন্য ঘোষণা করা হয়নি।