সোনাগাজীতে নিখোঁজের ৩ দিনেও সন্ধান মেলেনি দুই ছাত্রীর

মানবজমিন প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ফেনীর সোনাগাজীতে নিখোঁজের তিন দিনেও সন্ধান মেলেনি দুই স্কুলছাত্রীর। বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তর চর চান্দিয়া এলাকার বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার সময় সুরাইয়া সুলতানা (১৬) ও গত বুধবার সকালে পৌরসভার চর গণেশ এলাকা থেকে নানার বাড়িতে যাওয়ার পথে বিবি মরিয়ম (১৩) নিখোঁজ হয়।নিখোঁজ সুরাইয়া সুলতানা উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের উত্তর চর চান্দিয়া এলাকার মাওলানা ওমর ফারুকের মেয়ে ও স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। বিবি মরিয়ম পৌরসভার চর গণেশ এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে ও সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তর চর চান্দিয়া এলাকার বাড়ি থেকে পরীক্ষার খাতা জমা দেয়ার কথা বলে মাদ্রাসায় যায় সুরাইয়া সুলতানা। এরপর তার আর কোনো হদিস পাওয়া যায়নি। একই ভাবে গত বুধবার সকালে পৌরসভার চর গণেশ এলাকার বাড়ি থেকে বের হয়ে বিবি মরিয়ন উপজেলার বগাদানা ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে যায়। পরে স্বজনরা খবর নিয়ে জানতে পারে মরিয়ম তার নানার বাড়িতে যায়নি। উভয়ের স্বজনরা তাদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে বৃহস্পতিবার রাতে সোনাগাজী মডেল থানায় পরিবারের পক্ষ থেকে পৃথক নিখোঁজ ডায়েরি করা হয়েছে। ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম আরো জানান, নিখোঁজ দুই ছাত্রীর সন্ধানে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজখবর নিচ্ছে। তবে ধারণা করা হচ্ছে তারা বাড়িতে মিথ্যা কথা বলে বের হয়ে দু’জনই প্রেমিকের সঙ্গে পালিয়ে যেতে পারে। তবে পুলিশ দু’জনের সন্ধান পেতে অভিযান অব্যাহত রেখেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us