সামাজিক সংগঠন ‘পরিবর্তন চাই’র উদ্যোগে সারাদেশে নানা আয়োজনে শনিবার ৬ষ্ঠবারের মতো পালিত হয়েছে ‘দেশটাকে পরিষ্কার করি’ দিবস। এ বছর ‘ঘর থেকে শুরু করি দেশটাকে পরিষ্কার করি’ এই প্রতিপদ্যকে সামনে রেখে ‘ওয়ার্ল্ড ক্লিন আপ ডে’র সঙ্গে মিলেয়ে পালিত হলো দিবসটি। শনিবার (১৯ সেপ্টেম্বর)
সকাল ১০টায় রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে ময়লা ফেলার ঝুড়ি বসানো এবং দোকান ও যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। এ সময় সাধারণ মানুষকে যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। শুধু রাস্তাঘাটের ময়লা নয়, এই দিনে এবার ডিজিটাল ক্লিনআপও করা হয়।