অর্থনীতি পুনরুদ্ধারে বাইডেনের চেয়ে ট্রাম্পের প্রতি আমেরিকানদের আস্থা বেশি

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৮

করোনা মহামারিতে বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থাকে পুনরুদ্ধারে জো বাইডেনের চেয়ে ডোনাল্ড ট্রাম্পের ওপর আমেরিকানদের আস্থা বেশি। আগামী ৩ নভেম্বর নির্বাচনে আমেরিকানরা ভোটের সিদ্ধান্ত নেবেন চলমান নাজুক অর্থনৈতিক পরিস্থিতির আলোকে। যে প্রার্থীকে তারা সত্যিকার অর্থেই যোগ্য মনে করবেন তার পাল্লাই ভারী হবে। নিউজউইক/রেডফিল্ড এবং উইল্টন স্ট্র্যাটেজি পরিচালিত সর্বশেষ এক জরিপে অংশগ্রহণকারী তালিকাভুক্ত ভোটারের ৩৩% বলেছেন এমন কথা। অর্থাৎ গত সাড়ে ৩ বছরের কর্মকাণ্ড এখন আর তেমন প্রাধান্য পাবে না। চলমান পরিস্থিতির আলোকেই তারা ভোটাধিকার প্রয়োগ করবেন।

শুক্রবার প্রকাশিত এ জরিপে অংশ গ্রহণকারীরা সামনের নিশ্চিত দুর্দিন কাটিয়ে উঠতে যিনি সক্ষম হবেন বলে মনে করবেন তাকেই বিজয়ী করার সংকল্প ব্যক্ত করেন। উল্লেখ্য, করোনা মহামারিতে অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। লকডাউন শিথিল করায় সমাজ-জীবন ক্রমান্বয়ে স্বাভাবিক হচ্ছে। তবে এখনও অনেকেই ভীত রয়েছেন তাদের স্বাস্থ্য নিয়ে। করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন বাজারে না আসায় উদ্বেগ-উৎকণ্ঠাও অব্যাহত থাকবে। প্রায় দুই কোটি আমেরিকান এখনও বেকার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us