চট্টগ্রামের মানুষের প্রাণস্পন্দন

দৈনিক আজাদী প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪২

.tdi_2_e6b.td-a-rec-img{text-align:left}.tdi_2_e6b.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});ছোট বেলায় সেই স্কুল জীবনে ছড়া কবিতা লেখার খুব শখ ছিলো, পাড়ার বিভিন্ন অনুষ্ঠানে সুভেনিয়র বের হতো, স্বরচিত ছড়া, কবিতা ছাপা হতো, নিজে লেখা বিভিন্ন ম্যাঙ্গজিন বইয়ে ছাপা দেখে খুব ভালো লাগতো, এর মধ্যে দৈনিক আজাদী পত্রিকায় ছিলো আগামীদের আসর নামের একটি পাতা, প্রতি শনিবার ছাপা হতো বিভিন্ন কাঁচা পাকা হাতের লেখা, তা দেখে আরো আগ্রহ বাড়তে লাগলো, ইচ্ছে জাগলো আমার স্বরচিত লেখাও যদি পত্রিকায় কখনো ছাপা হত? একদিন পত্রিকার পাতা কেটে আগামীদের আসরের ফরম পূরণ করে, নিজ হাতে আজাদী অফিসের বক্সে ঢুকিয়ে দিয়ে আসলাম, পরবর্তী শনিবারে আমার নাম, স্কুলের নাম, বয়স, আগামীদের আসরের সদস্য নং সহ পত্রিকায় ছাপা হলো, নিজের নাম পত্রিকায় দেখে সেদিন খুশিতে যা আত্মহারা হয়েছিলাম, তা আজো ভুলতে পারিনি, মনে হলো আজ থেকে আমি ও কবি, আমি লিখতে পারবো পত্রিকায়। তখনও পত্রিকায় লেখার সাহসটুকু হয়ে উঠেনি। তখন প্রতি বৃহস্পতিবার চট্টগ্রামে অবস্থিত ছড়াকার, কবিদের নিয়ে একটা আসর হতো সম্ভবত স্বকাল সাহিত্য সংসদ নামে, লুসাই ভবনের কোন একটা অফিসে, শ্রদ্ধেয় বড় ভাই, স্বনামধন্য ছড়াকার ও কবি রাশেদ রউফও থাকতেন, থাকতেন অনেক গুরুজন, একদিন সাহস করে ঐ সাহিত্যে চর্চায় গেলাম, সবার সাথে গল্প, কবিতা, ছড়া নিয়ে আলোচনা সে যেনো অন্যরকম অনুভূতি। পরের দিন ঐ সংবাদ পত্রিকায় আসছে, অনেক গুণী ছড়াকার, কবিদের সাথে আমার নামসহ পত্রিকায় দেখে নিজেকে সেদিন আনন্দের সাগরে ভাসিয়ে দিয়েছিলাম, স্বপ্ন দেখা শুরু করলাম, লেখালেখি নিয়ে। এসএসসি পরীক্ষা চলাকালীন, দিনটি ছিলো চব্বিশ এপ্রিল উনিশশত তিরানব্বই, পরীক্ষা দিয়ে যখন স্কুল থেকে বের হলাম, আসার সময় স্কুলের সামনে পত্রিকার হকার থেকে একটা দৈনিক আজাদী পত্রিকা দেখার নাম দিয়ে আগামীদের আসরের পাতায় চোখ ভুলাতেই দেখি ‘অসহায় কাক’ নামের একটি ছড়া প্রকাশিত হয়েছে আমার নামে। ছড়াটি চোখে পড়লেও প্রথম দিকে নিজের লেখা নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। তারপরও টিফিনের জমানো টাকা থেকে দুইটা পত্রিকা কিনে ফেললাম, বাসায় এসে আগামীদের আসরের সদস্য নাম্বার মিলিয়ে দেখলাম, এটাতো সত্যি আমারই লেখা। পরবর্তীতে একত্রিশ জুলাই উনিশশত তিরানব্বই আরো একটা ছড়া প্রকাশিত হলো যার নাম ‘টুম্পা মণির স্বাদ’, এভাবে বেশ কিছু ছড়া, লেখা প্রকাশিত হয়েছিলো। সে আনন্দঘন দিনগুলো আমার কাছে আজো স্মরণীয় হয়ে আছে এবং আজীবন স্মরণীয় হয়ে থাকবে। যদিও আজকালের বিবর্তনে সময়, সুযোগের সংকটে আর লেখা হয় না, কিন্তু সেই দিন থেকে আজব্দি দৈনিক আজাদী’র সাথে আছি, আজীবন থাকার প্রত্যয় ব্যক্ত করছি, ইনশাআল্লাহ। দৈনিক আজাদী হাঁটি হাঁটি পা পা করে আজ ৬১তম বর্ষে পদার্পণ করেছে। আমার সেই অনুভূতিগুলো আজ দৈনিক আজদী’র প্রতিষ্ঠা বাষির্কীতে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে লিপিবদ্ধ করলাম। বীর চট্টগ্রামের ইতিহাস ধরে রাখার জাদুকর, সত্য সুন্দর ও প্রগতির বাহক, চট্টগ্রামের মানুষের প্রাণস্পন্দন স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা দৈনিক আজাদী’র প্রতিষ্ঠাবাষির্কীতে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।.tdi_3_325.td-a-rec-img{text-align:left}.tdi_3_325.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us