সরকারি কেনাকাটায় এখন ‘মহাসাগর চুরি’ এই মহাদুর্নীতি বন্ধ করতে ব্যর্থ হলে মহাবিপর্যয়ে পড়তে হবে

সংবাদ প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০, ২১:০২

দেশে যে পুকুরচুরি এখন অপ্রতিহত গতিতে মহাসাগর চুরির দিকে ধাবিত হচ্ছে, সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ রেলওয়ের কেনাকাটায় সেটা প্রমাণিত হলো। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় বাংলাদেশ রেলওয়ের কেনাকাটায় একটি তালার দাম পড়েছে পাঁচ হাজার ৫৫০ টাকা, একটি প্লাস্টিকের বালতি কিনতে লেগেছে এক হাজার ৮৯০ টাকা আর সাধারণ ফুঁ দেয়া বাঁশি কেনা হয়েছে ৪১৫ টাকায়। এমন টাকার অঙ্ক দেখে যে কারোরই মনে হতে পারে, রেলওয়ে পশ্চিমাঞ্চলের কর্তারা সাধারণ তালা, বালতি কিংবা বাঁশি ক্রয় করেননি, যেগুলো ক্রয় করেছেন সেগুলোর মধ্যে সোনা-রূপা দিয়ে তৈরি অংশও রয়েছে। না হলে এই অবিশ্বাস্য দাম হবে কেন! ২০১৮-১৯ অর্থবছরে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন স্টেশনের মালপত্র কোন কোন ক্ষেত্রে ৩৩ গুণ পর্যন্ত বেশি দামে কেনা হয়েছে। এ বছরের শুরুর দিকে পরিবহন অডিট অধিদপ্তর রেলওয়ের বিভিন্ন মাল কেনাকাটাসহ অন্যান্য বিষয়ে পরীক্ষা করে। এই নিরীক্ষা প্রতিবেদনে মিলেছে এমন চাঞ্চল্যকর তথ্য। নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশ করে বেশি দামে মালপত্র কেনা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us