মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকার নানামুখী কাজ করে যাচ্ছে

দৈনিক আজাদী প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩০

.tdi_2_def.td-a-rec-img{text-align:left}.tdi_2_def.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});নগরীর আতুরার ডিপো এলাকার দারুল হেরা মাদ্রাসায় অধ্যয়নরত দুই’শ শিক্ষার্থীকে পাঞ্জাবি-পায়জামা উপহার দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল বৃহস্পতিবার জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে চট্টগ্রাম শিশু একাডেমি মিলনায়তনে মৃত্যুঞ্জয়ী মুজিব চট্টগ্রাম মহানগর শাখার আয়োজনে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরান শরীফ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির বলেন, কোরানের আলোকে জীবনকে আলোকিত করতে পারলে আমাদের প্রত্যেকের জীবন মহিমান্বিত হয়ে উঠবে। মাদ্রাসা থেকে লেখাপড়া করে অনেকেই সরকারের বিভিন্ন প্রশাসনিক পর্যায়ে কর্মরত। মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকার নানামুখী কাজ করে যাচ্ছে। মৃত্যুঞ্জয়ী মুজিব চট্টগ্রাম মহানগর সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা রাহাত আমিন শিবলী ও রবিউল হাসান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন, হাসান মুরাদ বিপ্লব, নাজমুল হক ডিউক, শৈবাল দাশ সুমন, মোক্তার হোসেন লিটন, ইয়াসির আরাফাত, আবু তাহের প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ওয়াহিদুল আলম শিমুল, লুৎফুর রহমান লিটন, হেলাল উদ্দিন, মোকসেদ আলী, মানস দেব, শাহেদ মিজান, আহমদ উল্লাহ আবির, আমিনুল ইসলাম শাওন, ইয়াসিন আরাফাত দিপু, সাইফুল ইসলাম, অনিক তানভীর, তারেকুল ইসলাম, হাবিবুল্লাহ, ফাহিম জিয়া, মোহাইমিনুল, আবদুর রাজ্জাক শুভ, বোরহান উদ্দিন, একরাম বাপ্পী, ওমর ফারুক, মো. শাহজাহান, আজমীর, আবছার, সাগর ও রাসেল। প্রেস বিজ্ঞপ্তি।.tdi_3_887.td-a-rec-img{text-align:left}.tdi_3_887.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us