সেরা দশে জিম্বাবুয়ের দুজন, নেই বাংলাদেশের কেউ

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৫

সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে নতুন অলরাউন্ডার র‍্যাংকিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে প্রথমবারের মতো দুইয়ে উঠে এসেছেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস। সেরা দশে জিম্বাবুয়ের দুজন ক্রিকেটার থাকলেও এই তালিকায় নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার।
আইসিসির আপডেতকৃত র‍্যাংকিংয়ে যথারীতি শীর্ষে আছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। তার রেটিং পয়েন্ট ৩০১। তার পরই আছেন ক্রিস ওকস। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করা এই অলরাউন্ডারের পয়েন্ট ২৮১। ওকসের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে তিনে রয়েছেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম।

দুই ধাপ নেমে তালিকার চারে ওকসের স্বদেশী বেন স্টোকস। এক ধাপ নেমে পাঁচে গেছেন নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোম।

সেরা দশের বাকি জায়গাগুলো অপরিবর্তিত রয়েছে। ছয় থেকে দশে রয়েছেন যথাক্রমে আফগানিস্তানের রশিদ খান, নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার, ভারতের রবীন্দ্র জাদেজা এবং জিম্বাবুয়ের দুই অলরাউন্ডার সিকান্দার রাজা ও শন উইলিয়ামস।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

‘কোনো কথা হবে না—মাইর, মাইর’ : হৃদয়কে মাহমুদউল্লাহ

প্রথম আলো | সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
৮ মাস, ১ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us