উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুরে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। চুক্তির মধ্যস্থতার জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র। এ জন্য বিভিন্ন দেশের প্রতিনিধিরা মিলিত হয়েছেন ওয়াশিংটনে।
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যে চুক্তি হবে, তাকে ‘আব্রাহাম অ্যাকর্ডস’ বলে আখ্যা দিচ্ছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। ইসরায়েলকে অর্থনৈতিকভাবে বর্জন করেছিল সংযুক্ত আরব আমিরাত। এই চুক্তির মধ্য দিয়ে তার ইতি টানা হচ্ছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির সম্ভাবনাও তৈরি হচ্ছে এই চুক্তির মধ্য দিয়ে। ফিলিস্তিন এই চুক্তিকে বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিচ্ছে। এই শব্দ উচ্চারিত হচ্ছে তুরস্ক ও ইরানের কণ্ঠেও।