আবারো অস্থির হয়ে পড়েছে দেশের পেঁয়াজের বাজার। রান্নার অন্যতম অনুসঙ্গ পেঁয়াজ ভারত রপ্তানি বন্ধের পরদিনই খুচরা বাজারে কেজিপ্রতি দাম সেঞ্চুরী ছুঁয়েছে। একদিনের ব্যবধানে পাইকারি বাজারে দেশি এবং ভারতের পেঁয়াজ দ্বিগুণ দরে বিক্রি হয়েছে। সংকট না থাকলেও ক্রেতাদের একপ্রকার জিম্মি করেই অতিমুনাফার কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে পেঁয়াজের সিন্ডিকেট।
পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, দেশে প্রতিদিন গড়ে ৬ হাজার টন পেঁয়াজের চাহিদা রয়েছে। অন্যদিকে ব্যবসায়ীদের হিসাবে বাজারে প্রতিদিন গড়ে দুই থেকে আড়াই হাজার টন পেঁয়াজ বিক্রি হয়। সেই হিসাবে গতকাল একদিনেই অতিরিক্ত দাম নেয়ার মাধ্যমে ভোক্তাদের পকেট থেকে প্রায় ১৪ কোটি টাকা হাতিয়ে নিয়েছে অসাধু ব্যবসায়ীরা। নিত্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ ও ঢাকার শ্যামবাজারের আমদানিকারক, আড়তদার ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।