এ বছরের ২৪ আগস্ট ফিক্সড প্রাইস পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছিল এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। গত সোমবার কোম্পানিটির ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠিত পর্ষদ সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
কোম্পানিটির এমন ঘোষণায় বিনিয়োগকারী, স্টেকহোল্ডার এমনকি খোদ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) বিস্মিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় কোম্পানিটির কার্যক্রম নিবিড়ভাবে নজরদারি করছে বিএসইসি।