সামাজিক বনায়নকে কেন্দ্র করে মধুপুর বনাঞ্চলে উত্তেজনা
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ২২:২২
বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) কেন্দ্রীয় সংসদ সভাপতি জন যেত্রা বলেন, সামাজিক বনায়নের নামে বনবিভাগ লুটপাত শুরু করেছে। প্রাকৃতিক বন দিন দিন উজাড় হয়ে যাচ্ছে। এতে আদিবাসীরা জন্য অশনিসংকেত। আদিবাসীদের বনভূমিতে সামাজিক বনায়ন করা যাবে না। রক্ত দিয়ে হলেও তা প্রতিরোধ করা হবে। এছাড়া তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বন ধ্বংসের জন্য বনবিভাগকেই দায়ি করেছেন।