তিন মাস করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে ৭১১ রোগীকে সেবা দিয়ে সুস্থ করেছে করোনা আইসোলেশন সেন্টার, চট্টগ্রাম। অবশেষে সাধারণ মানুষের ভরসার এই সেন্টারটি আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এটি বন্ধের দিনই এখানে সাধারণ মানুষের সহযোগিতা ও অনুদান এবং আয়-ব্যয়ের হিসাবও দিয়েছেন উদ্যোক্তারা।
সাধারণ মানুষ এখানে ৫১ লাখ ৩০ হাজার ৩১৫ টাকা অনুদান দিয়েছেন। এর বিপরীতে ব্যয় হয়েছে ৪৭ লাখ ২৬ হাজার ৫০০ টাকা। তবে চলতি মাসের ডাক্তার ও নার্সের বকেয়া বেতন ৭ লাখ ৮২ হাজার টাকা এখনও পরিশোধ করা হয়নি। এখন তাদের হাতে চার লাখ তিন হাজার ৮১৫ টাকা জমা থাকলেও ঘাটতি রয়েছে ৩ লাখ ৭৮ হাজার ১৮৫ টাকা।
মঙ্গলবার করোনা আইসোলেশন সেন্টার, চট্টগ্রামের প্রধান উদ্যোক্তা সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও প্রধান সমন্বয়কারী নুরুল আজিম রনির পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান। অতিথি ছিলেন- চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার, মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ।