ভারতীয়দের তথ্য চিনে পাচার করছে আলিবাবা! শুরু হবে তদন্ত
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:০২
ভৌগোলিক আগ্রাসনের পর এ বার সাইবার জগতেও আগ্রাসনের অভিযোগ চিনের বিরুদ্ধে। ভারতীয় গোয়েন্দাদের অভিযোগ, দেশের বিভিন্ন বাণিজ্যিক সংস্থা তথা ভারতীয়দের স্পর্শকাতর নথিপত্র চিনে পাচার করছে সে দেশের বহুজাতিক সংস্থা আলিবাবা। এ দেশের ওই সংস্থার অন্তত ৭২টি সার্ভারের মাধ্যমে তা করা হচ্ছে বলে দাবি গোয়েন্দাদের। এ নিয়ে শীঘ্রই তদন্তও শুরু করবে ভারত।