বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন উপস্থাপিত জনপ্রিয় রিয়েলিটি শো কৌন বনেগা ক্রোড়পতি বা কেবিসিতে অংশ নেয় নানা বয়সের মানুষ। সেখানে অংশ নিয়ে প্রশ্ন-উত্তর পর্বের মাধ্যমে অনেকের ভাগ্য বদলেছে। তেমনি একজন সুশীল কুমার। কেবিসি শো থেকে পাঁচ কোটি টাকা জিতে বাহবা পেয়েছিলেন তিনি। কিন্তু সেই টাকাই ভাগ্যের বদলে তার জীবনে নিয়ে এসেছিল অভিশাপ। তাই ধীরে ধীরে তার জীবন বেসামাল হয়ে পড়ে। সংবাদ মাধ্যমের খবর, ২০১১ সালে কেবিসির পঞ্চম সিজনে অমিতাভ বচ্চনের হাত থেকে পাঁচ কোটি টাকার চেক জিতে দেশবাসীকে চমকে দেন সুশীল। সেই এপিসোডের দর্শকরা সুশীলের সাফল্যের কাহিনির প্রশংসা করেছিলেন। একসঙ্গে পাঁচ কোটি টাকা জয়ের পর সুশীলের জীবনযাত্রা সুগম ও সব বাধা দূর হবে বলে ধারণা করেন সবাই।
কিন্তু টাকা পাওয়ার পর তার জীবন আরো কঠিন ও চ্যালেঞ্জিং হয়ে পড়ে। সেই চ্যালেঞ্জের কথাই সম্প্রতি এক ফেসবুক পোস্টে জানান বিহারের বাসিন্দা সুশীল।
‘আমার জীবনের সবচেয়ে খারাপ সময় শুরু হয় তখন যখন আমি কেবিসি জিতি’-এই শীর্ষক ফেসবুক পোস্টে তিনি লিখেন, ওই অনুষ্ঠানে জয়ের পর মাসের মধ্যে প্রায় ১৫ দিনই বিহারের নানা অনুষ্ঠানে আমন্ত্রিত হতেন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতেন সুশীল। নিজের পেশা সম্পর্কে বলার জন্য তিনি বেশকিছু ব্যবসায়ও বিনিয়োগ করেন। কিন্তু বেশিরভাগ ব্যবসাতে তিনি ব্যর্থ হন। খ্যাতি, ব্যবসাসহ নানা জটিলতায় তার লেখাপড়া ভেস্তে যাওয়ার উপক্রম।