কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক পাটের গুদামে অগ্নিকণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬০০ মণ পাট পুড়ে গেছে বলে গুদামের মালিক জানিয়েছে।মঙ্গলবার ভোরে উপজেলার বলদিয়া ইউনিয়নের আমতালা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নাগেশ্বরী ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের টিম লিডার ইমন মিয়া জানান।