সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যৌতুক না পেয়ে পুত্রবধূকে পিটিয়ে চুল কেটে দেওয়ার অভিযোগে হবিবুর রহমান নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার উধুনিয়া ইউনিয়নের মহেশপুর গ্রামের বাড়ি থেকে আটক করা হয়। এসময় ঘটনার সঙ্গে জড়িত অন্যরা পালিয়ে গেছেন।স্থানীয়রা জানায়, যৌতুক হিসেবে জমি না দেওয়ায় গ্রামের হবিবুর রহমানের ছেলে শফিকুল ইসলামের স্ত্রী নার্গিস খাতুনকে রোববার রাতে হবিবুর রহমান ও তার পরিবারের ৪ সদস্য মিলে বেধড়ক মারপিট করেন। এসময় নার্গিসের চুল কেটে দেওয়া হয়।
গুরুতর আহতাবস্থায় নার্গিসকে তার স্বামী উদ্ধার করে সোমবার সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। একই গ্রামের হাজী ইব্রাহিমের মেয়ে নার্গিস খাতুনের অভিযোগ, ১০ বছর আগে একই গ্রামের শফিকুলের সঙ্গে প্রেম করে তার বিয়ে হয়। বিয়েটি মেনে নিতে পারেনি নার্গিসের শ্বশুর বাড়ির লোকজন। ফলে দীর্ঘদিন ধরে নানা অজুহাতে শ্বশুর বাড়িতে নার্গিসকে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করা হয়।