পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নাগের ভারানী খালের ওপর নির্মিত একটি সেতুর নির্মাণকাজ বন্ধ। এতে এলাকার বাসিন্দাদের দৈনন্দিন কাজে বিরূপ প্রভাব পড়েছে। সেতু না থাকায় এই এলাকার যোগাযোগব্যবস্থাও নাজুক। খালের ওপর নির্মিত একটি বাঁশের সাঁকো পাড়ি দিয়ে অন্য এলাকায় যাতায়াত করতে হয়।
এ কারণে গ্রামের বাসিন্দারা ভারী কোনো জিনিস বাইরে নিয়ে যেতে পারছেন না। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে কৃষকদের। তাঁদের উৎপাদিত ফসল গ্রামে থেকেই বিক্রি করতে হয়।