‘আমি অতিথি হিসেবে নয়, দায়িত্ব নিয়ে এসেছি। আপনাদের চোখ দিয়ে দেখে নির্ভেজাল, দুর্নীতিমুক্ত সেবা পৌঁছে দিতে। জনগণের দোরগোড়ায় জনগণকে সম্পৃক্ত করে কিভাবে আরও আন্তরিক হয়ে পরিপূর্ণ সেবা পৌঁছে দেয়া যায়- তা জানতে দায়িত্ব ও দায়বদ্ধতা নিয়ে উপস্থিত হই। রবিবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা আয়োজিত ‘ওপেন হাউজ ডে’-তে প্রধান অতিথির বক্তব্যে বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান এ কথা বলেন।
বিএমপি কমিশনার বলেন, অনেকেই জানিয়েছেন- আমরা মাদক ছেড়ে দিয়েছি কিন্তু সমাজ বলছে তারা অপরিবর্তিত। তাদের উদ্দেশ্য করে বলতে চাই, মুখোশ পরে, ঢাল ব্যবহার করে শুধু মুখে ভালো হয়েছি বললেই হবে না, ভেতর থেকে ভালো হতে হবে। ভালোদের অবশ্যই আমরা সর্বাত্মক সহায়তা প্রদান করব।