শিশুদের মেধা বিকাশে সহায়ক ইন্টারনেটভিত্তিক সৃজনশীল শিক্ষা
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৭
করোনায় ঘরবন্দি শিশুদের ভরসা ইন্টারনেট। পড়াশোনা এখন পুরোটাই অনলাইনভিত্তিক। অবসরে বিনোদনের খোরাকও যোগায় মোবাইল কিংবা ল্যাপটপে নানা ধরনের ভিডিও। ইন্টারনেটভিত্তিক সৃজনশীল শিক্ষা শিশুদের বিকাশে রাখতে পারে বড় ভূমিকা।
করোনার আগে সকাল সকাল শুরু হত স্কুল যাওয়ার প্রস্তুতি। সন্তানকে স্কুলে পাঠাতে মায়ের ব্যস্ততা, ছুটোছুটিও শুরু হত ভোর থেকেই। এরপর স্কুলে এসে ক্লাস শুরুর অপেক্ষা। দেখা হতো বন্ধুদের সঙ্গে। কিন্তু করোনার এই সময়ে এখন আর ক্লাসরুমে খুঁনসুটি, হুল্লোড়ের সুযোগ- কোন কিছুই নেই।