You have reached your daily news limit

Please log in to continue


করোনাভাইরাস : লিফট ব্যবহারে কি ঝুঁকি আছে?

করোনার আগে একসাথে ৪-৫ জন লোক লিফটে চড়া অস্বাভাবিক কিছু ছিলো না। আমরা কখনো ভাবিনি একটা সময় সেটা নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে। করোনা পরবর্তীকালে, যখনই মানুষ লিফটে চড়ে সবার মাঝে সন্দেহজনক মনোভাব দেখা যায়। লিফটে অন্যান্য লোকেরা নিরাপদ দূরত্ব বজায় রাখছে তো? সবাই কি মাস্ক পরেছে? যদি কেউ হাঁচি কিংবা কাশি দেয় তাহলে? লিফটি কি ব্যবহারের পূর্বে স্যানিটাইজ করা হয়েছিলো? আসলে এসব প্রশ্ন কিন্তু থেকেই যায়। কোভিড-১৯ সবার মাঝেইপরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপারে সর্তকতা তৈরি করেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন