ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত সপ্তাহে ইরানের রাজধানী তেহরানে গিয়েছিলেন। রাশিয়ার রাজধানী মস্কোতে সাংহাই সহযোগিতা জোটের বৈঠকে যোগ দিতে যাওযার পথে রাজনাথ সিং তেহরানে নামেন। আর জয়শঙ্কর মঙ্গলবার তেহরানে নামেন মস্কো থেকে ফেরার পথে।
অনেকটা নীরবেই তারা এই সফর করেছেন। বলা হচ্ছে, সরকারিভাবে রিফুয়েলিং অর্থাৎ বিমানে তেল ভরার জন্য সেখানে নামা হয়। কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন, ভারতের দুই মন্ত্রী সেই তেল দুবাই বা আবুধাবিতে না ভরে তেহরানে কেন নামলেন?