শ্রীলঙ্কায়ও নিষিদ্ধ হতে পারে গো-হত্যা

সময় টিভি প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০, ২১:২৪

ভারতের মতো শ্রীলঙ্কায়ও ভবিষ্যতে গো-হত্যা নিষিদ্ধ হতে পারে। দেশটির শাসক দল শ্রীলঙ্কা পোদুজানা পেরামুনা (এসএলপিপি) এ সংক্রান্ত একটি প্রস্তাব গ্রহণ করেছে। সম্প্রতি এ নিয়ে দলের সংসদীয় কমিটির সঙ্গে প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপকসে আলোচনা করেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দের খবরে বলা হয়েছে। শ্রীলঙ্কায় ৭৭ শতাংশ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী। তারা গরুকে পবিত্র বলে মনে করেন।


এছাড়া হিন্দু সম্প্রদায়ের লোকজনও গরুর মাংস খায় না। শ্রীলঙ্কা মন্ত্রিসভার মুখপাত্র তথা সংবাদমাধ্যমের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কেহেলিয়া রামবুকওয়েলাকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী দলীয় বৈঠকে গো হত্যা নিষিদ্ধের বিষয়ে প্রস্তাব দিয়েছেন এবং আশা করি গবাদি পশু হত্যা নিষিদ্ধ করা যাবে। এই বিষয়টি প্রধানমন্ত্রী সরকারের সামনেও পেশ করবেন বলেও জানান তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us