প্রাক্তন নৌসেনা আধিকারিককে নিগ্রহ, থানায় জামিনে মুক্ত শিবসেনা নেতা-সহ ৬

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৩

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ব্যঙ্গচিত্র শেয়ার করায় প্রাক্তন নৌসেনা আধিকারিককে বাড়ি থেকে ডেকে বেধড়ক মার। ঘটনায় অভিযুক্ত এক শিবসেনা নেতা-সহ মোট ৬ জন। অভিযোগ প্রমাণিত হলে সকলের সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত শাস্তি হতে পারে। অথচ তাঁদের থানা থেকেই জামিন দিয়ে দেওয়া হল! মুম্বইয়ের সমতানগর থানার এই ঘটনা প্রকাশ্যে আসতেই শিবসেনাকে চেপে ধরেছে বিজেপি।

ঘটনার সূত্রপাত শুক্রবার। মুম্বইয়ের কান্দিভেলি পূর্ব এলাকার বাসিন্দা, প্রাক্তন নৌসেনা আধিকারিক মদন শর্মার দাবি, তিনি তাঁর আবাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপে উদ্ধবের একটি ব্যঙ্গচিত্র শেয়ার করেন। তার পরেই বিপত্তির শুরু। মদনের বক্তব্য, ওইদিন সকালে প্রথমে তাঁকে ফোন করে ঠিকানা জানতে চান শিবসেনা নেতা কমলেশ কদম। এর পর দুপুরবেলা তাঁকে বাইরে ডাকেন কমলেশ। তিনি আবাসনের বাইরে পা রাখতেই তাঁর উপর কমলেশ এবং তাঁর দলবল হামলা চালায়। সেই দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরাতেও। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us