২০১০-১১ অর্থবছরের বাজেটে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন আয়কর আইন প্রণয়নের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু গত ১০ বছরে সেই আয়কর আইন চালু করা সম্ভব হয়নি। এখনো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন আয়কর আইনের খসড়া চূড়ান্ত করতে পারেনি।
তবে এনবিআর সূত্রে জানা গেছে, চলতি মাসেই আয়কর আইনের খসড়া চূড়ান্ত হবে। এরপর আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে মন্ত্রিপরিষদ সভায় অনুমোদনের জন্য পাঠানো হবে।