ব্রিটেনের নর্থ ওয়েলসের কারনার্ফোন সমুদ্রসৈকতে এই প্রাণীর দেখা মিলেছে। গুজনেক বার্নাকেলের ছবি আর ভিডিও তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন মার্টিন গ্রিণ নামে এক ব্যক্তি।
সমুদ্র পাড়ে হাঁটতে গিয়ে এক দম্পতি চোখে পড়ে এই প্রাণীটি। হঠাৎই তারা দেখেন, বিশাল গাছের গুঁড়ির মতো কিছু একটা পড়ে রয়েছে সমুদ্রতটে।
গাছের গুঁড়ির মতো ওই বস্তুটিকে আপাদমস্তক ঘিরে রয়েছে খোঁচা খোঁচা দাঁতের মতো আঁশে ভরা সজীব কোনো প্রাণী। দেখে মনে হতে পারে সহস্র দাঁত যেন কিলবিল করছে সারা গায়ে। আরও কিছুটা সামনে গেলে এগুলোকে পতঙ্গভুক ফুলের মতো দেখতে লাগে।